৩৫ হাজার ১০০ টন আখ মাড়াই করে ২ হাজার ১৭০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে শুক্রবার (২৯ ডিসেম্বর) থেকে জয়পুরহাট চিনিকলে ২০২৩-২৪ অর্থবছরের আখ মাড়াই শুরু হয়েছে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান (গ্রেড-১) শেখ শোয়েবুল আলম বিকাল সাড়ে ৪টায় চিনিকল চত্বরে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন।
২৮ দিনে ৩৫ হাজার ১০০ টন আখ মাড়াই করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, চিনির পুনরুদ্ধারের হার ৬ দশমিক ২০ শতাংশ।
গত মৌসুমে জয়পুরহাট চিনিকলের লোকসান হয়েছিল ৬৯ কোটি টাকা।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএসএফআইসির সেক্রেটারি চৌধুরী রুহুল আমিন কাওসার, চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আখতার ও সাধারণ সম্পাদক আহসান হাবিব রুমেল প্রমুখ।
আরও পড়ুন: ফরিদপুর চিনিকলে আখ মাড়াই শুরু, লক্ষ্যমাত্রা ৩ হাজার টন